ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. সালেহ, সম্পাদক ড. জামাল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী নির্বাচন-২০২০ এর ফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মো. সালেহ ও সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিয়ারিং বিভাগের ড. আবু হেনা মোস্তফা জামাল নির্বাচিত হয়েছেন।

বুধবার এ ফল ঘোষণা করা হয় বলে বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী নির্বাচন-২০২০ এর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন নিশ্চিত করেছেন। 

জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন আগামী ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণের জন্য নির্ধারিত ছিল। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি করে বৈধ মনোনয়নপত্র জমা হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটিরর অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। গণতান্ত্রিকভাবে কমিটি গঠন না হওয়ায় গত ৮ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করে বঙ্গবন্ধু পরিষদের একাংশ। এরপর বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী নির্বাচন-২০২০ এর ফল ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/কালাম