চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিনও (রোববার) চালু রয়েছে।
২য় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তাদের যাতায়াতের জন্য এ ট্রেনটি ১৬ ফেব্রুয়ারি (রোববার) চলাচল করছে। ২৩ ফেব্রুয়ারিও (রোববার) ট্রেনটি যাত্রী পরিবহন করবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের মোট আসন সংখ্যা ৯২৫। রোভার স্কাউট দলের ক্যাম্পের জন্য ট্রেনটি দুই বন্ধের দিন ১৬ ও ২৩ ফেব্রুয়ারি চলাচল করবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
জেইউ/এসি/টিসি