চট্টগ্রাম: হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনার পর হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ভেতর এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই গ্রুপই মারমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
জেইউ/এসি/টিসি