শ্রীলঙ্কা সফরে করমর্দন করবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা

করোনাভাইরাসের সংক্রমন এড়াতে আসন্ন শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে চলবে বলে জানানো হয়েছে। দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মঙ্গলবার এ কথা জানান ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট।

ইয়র্কশায়ারের এ ব্যাটসম্যান বলেন, করমর্দনের পরিবর্তে ইংল্যান্ড খেলোয়াড়রা মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট চলাকালে এবং তার পূর্বে ইংল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় পেটে পীড়া ও জ্বরে আক্রান্ত হয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে আগামী শনিবার থেকে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

বিডি প্রতিদিন/এনায়েত করিম