ঢাকা: ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৫ জানুয়ারি) ছাপানো গেজেট ইসিতে পৌঁছেছে। এতে প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে ৪ জানুয়ারি (মঙ্গলবার)। রিটার্নিং কর্মকর্তারা এতে স্বাক্ষর করেছেন ২ ফেব্রুয়ারি (রোববার)। আর ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গেজেট দেখতে ক্লিক

ইসির গেজেট শাখার উপ-সচিব মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি মেয়র পদে আতিকুল ইসলামসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে।

আর ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে বিজয়ী ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসসহ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন বিজয়ীর গেজেট প্রকাশ করা হয়েছে।

ফলাফল স্থগিত থাকার কারণে ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের কোনো গেজেট প্রকাশ করা হয়নি।

রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গত ২ জানুয়ারি ওয়ার্ডটির ফল স্থগিত ঘোষণা করেন।

গেজেট দেখতে ক্লিক

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
ইইউডি/জেডএস