চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বসন্তের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
ড. শিরীণ আখতার বলেন, ‘আবহমান বাংলার পিঠা উৎসব বাঙালি জাতির চিরায়ত ঐতিহ্য। এ ঐতিহ্যের সঙ্গে শিশু-কিশোরসহ সবাইকে পরিচয় করিয়ে দিতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসন্তের আগমনে এমন উৎসব সবাইকে আনন্দিত করে।’
এ সময় চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী, অধ্যাপক সৈয়দ সাইফুল কবীর চৌধুরীসহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএ/টিসি