অনলাইন ডেস্ক : বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার করেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস কর্তৃপক্ষকে নিজের দেহদানের অঙ্গীকার করে বলেছেন, মৃত্যুর পর তাঁর নশ্বর দেহ লাগানো হোক চিকিৎসা ব্যবস্থার গবেষণার কাজে। মঙ্গলবার টুইটারে লেখিকা নিজেই সেকথা জানিয়েছেন। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ২০০৫ সালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন তসলিমা নাসরিন। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর প্রবেশ একরকম নিষিদ্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার দিল্লির এইমসে মরোণত্তর দেহদানের অঙ্গীকারপর্ব সম্পন্ন করেন লেখিকা। তসলিমা বর্তমানে নয়াদিল্লিতে অজ্ঞাতস্থানে রয়েছেন। তবে বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত টুইটারে তার মতামত জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.