অনলাইন ডেস্ক : পাবনার সাঁথিয়ায় ফিরোজ হত্যা মামলার প্রধান আসামি হযরত আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, গুলি, চাইনিস কুড়াল, হাসুয়া, দাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জোড়গাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সাঁথিয়া থানা পুলিশ। তিনি ওই গ্রামের আফছার আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদে সন্ত্রাসী হযরত আলীকে আটক করা হয়। আটকের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ চার রাউন্ড তাজা গুলি, ১টি চাইনিস কুড়াল, ১টি হাসুয়া ও ১টি ধারালোা দা উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যার পরিকল্পনায় ব্যবহৃত মোবাইলের সিম ও মেমোরি কার্ড উদ্ধার করে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল মজিদ জানান, হযরত আলী একজন পেশাদার সন্ত্রাসী। তাকে আটক করে হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ২৫ এপ্রিল রাতে রাঙামাটি গ্রামের হান্নানের ছেলে ফিরোজকে কুপিয়ে হত্যা করে হযরত আলী। পরদিন সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ মাঠের শাহিনের মৎস্য খামারের পাকা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ।