কলাপাড়া প্রতিনিধি : সন্ত্রাসীদের দাবী কৃত চাঁদা দিতে অস্বীকার মাহতাব মৃধা নামক এক ভাংগারী ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করেছে ওহিদুল ফকির ও জুলহাস ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত ১৭ মে বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে চায়না কেন্টিনের উত্তর পার্শ্বে তালতলা বালুর মাঠে।
এ ঘটনায় ওহিদুল ফকিরকে প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ পূর্বক আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে মাহতাব মৃধা গত ২০ মে কলাপাড়া থানায় একটি মামলা করেছে। মামলায় তিনি উল্লেখ করেছেন, আমার ভাংগারী মালামালের ব্যবসা রয়েছে। গত ১৫ মে (মঙ্গলবার) সন্ধ্যায় আমি বিভিন্ন এলাকা থেকে ভাংগারীর মালামাল সংগ্রহ করে দাসের হাওলার হালিম প্যাদার দোকানের সামনে আসলে অভিযুক্ত ওহিদূল ফকির ও জুলহাস ফকির ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এবং বলে এই এলাকায় ভাংগারীর ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হবে।
চাঁদা দিতে অস্বীকার করায় ১৭ মে বেলা সাড়ে ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমার ছোট ভাই মহসীন এর সাথে দেখা করার জন্য চায়না কেন্টিনের উত্তর পার্শ্বে পৌছলে পূর্ব পরিকল্পনা মোতাবেক লোহার রড ও লাঠিসোটা নিয়ে আমার পথ রোধ করে। প্রধান আসামী ওহিদুল ফকিরের নিদের্শে মারধর করে ডান পায়ের হাড় ভাংগিয়া ও শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। এর পর আমার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ও গলায় থাকা একভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে মারধর করতে থাকে। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকী দেয় এই ঘটনা নিয়ে মামলা মোকাদ্দমা করলে খুন করে লাশ গুম করার হুমকী দিয়ে চলে যায়।
বর্তমানে মাহতাব মৃধা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।