পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধী মামলার ৫ জন আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে ভান্ডারিয়া উপজেলার আসামীদের তাদের নিজ বাড়ী থেকে পিরোজপুর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ।
গ্রেপ্তারকৃতরা হলো জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার (৭৫), আব্দুল মান্নান হাওলাদার (৭৪), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি (৮৮), আশরাফ আলী হাওলাদার (৬৭) ও ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ(৬৮)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলায় যুদ্ধাপরাধী অভিযোগের আসামীদের সকালে ভান্ডারিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ মামলার অন্যতম আসামী আমির হোসেন হাওলাদার ও নূরুল আমিন হাওলাদার । আমির হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক তবে নূরুল আমিন কে ধরার জন্য রেড দেয়া হয়েছিল কিন্তু পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। আমির হোসেন ও নূরুল আমিনকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জনাব বদরুল আলম।