চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. রফিক নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামে দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, শুক্রবার সকালে টেম্পু চালক বেপরোয়াভাবে চলানোর কারণে উল্টে যায়। এতে রফিকসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রফিকের স্ত্রী সালমা আকতার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।