সাভার প্রতিনিধি :
বাড়ির প্রকৃত মালিক ছিলেন মৃত মোঃ বাবুল হোসেন। পিতা- মৃত পবন বেপারী। সাং- বাড়ি নং-১৭, ওয়ার্ড নং-৬, ব্লক-সি, রূপায়ন সিটি, গ্রাম-টিংগাবাড়ি, আশুলিয়া ঢাকা।
বাবুল হোসেন জীবিতকালিন স্ত্রী ও সন্তানরা সবাই বিদেশে থাকার কারণে নিজের বোন ও বোন জামাইকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দিয়ে আশুলিয়ার রূপায়ন সিটির (সাং- বাড়ি নং-১৭, ওয়ার্ড নং-৬, ব্লক-সি, রূপায়ন সিটি, গ্রাম-টিংগাবাড়ি, আশুলিয়া ঢাকা) ক্রয় করা জায়গার ওপর বহুতল বাড়ি নির্মাণ শুরু করেন। প্রথম থেকেই বোন মোসা: ঝনু বেগম ও বোন জামাই দেলোয়ার হোসেনের কুনজর ছিল এই সম্পত্তির ওপর। সম্পত্তির মালিক মৃত বাবুল হোসেনের স্ত্রী ও সন্তানরা বিদেশে থাকায় মৃতের স্ত্রী ও সন্তানদের সন্দেহ বাবুল হোসেনকে পরিকল্পিতভাবে ২১-১২-২০১৯ইং হত্যা করে জমি-বাড়ি সবকিছুই দখলে নেয়ার পাঁয়তারা করছে তার বোন মোসা: ঝনু বেগম ও বোন জামাই দেলোয়ার হোসেন।
সম্পত্তির ওয়ারিশ মৃতের স্ত্রী ও সন্তানরা উক্ত নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করলে ঝনু বেগম ও দেলোয়ার হোসেন মৃতের স্ত্রী নাসরিন হোসেন, মেয়ে বিথী ও সাথীকে হত্যার হুমকি দেয় যাতে তারা এই বাড়িতে না আসে।
মোসা: ঝনু বেগম ও দেলোয়ার হোসেন এই বাড়ি নিজেদের মালিক হিসেবে দাবি করে।
এ ব্যাপারে মৃত বাবুল হোসেনের স্ত্রী নাসরিন হোসেন আশুলিয়া থানায় একটি জিডি করেন। জিডি নং ২৩৮৮, তারিখ ২৫-২-২০২০ইং।