চলো দুর্জয় প্রাণের আনন্দে স্লোগানে মুজিববর্ষে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে তিন দিনব্যাপী মিলনমেলা শুরু হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ওমর গণি এমইএস কলেজের প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী শুরু হওয়া এই মিলনমেলা উৎযাপন পরিষদের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব ও সিডিএ বোর্ড মেম্বার এমআর আজিম। এমন সুন্দর এবং মিলনমেলা উপলক্ষে কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মনজুরের সম্পাদনায় একটি প্রকাশনাও বের হচ্ছে। চলবে নিয়মিত আলোচনা সভাও।
কলেজের প্রাক্তন ছাত্র ফরিদ, রাজ্জাক ও মিনার বলেন, সবাই এক হয়ে কক্সবাজার এসেছি। সব বন্ধুদের দীর্ঘ বছর ধরেই রাজনীতির মাঠে পেলেও আনন্দের মাঝেও এক সাথে পেয়ে আনন্দ লাগছে। এখানে বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রলীগ নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন