ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর ও দক্ষিণ) প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম ও দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাপার হয়ে লড়বেন।

রোববার (২৯ ডিসেম্বর) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএমএকে/ওএইচ/