বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বৃহস্প‌তিবার রা‌ত সা‌ড়ে ৮টার দিকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ৭ম ব‍্যাচের ভূ-তত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্ত এবং ৮ম ব‍্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ।

এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হলের সিট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ রাফি ও রুম্মান হোসেন, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জিদান হোসেন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান আহত হন।

আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।