মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুর থেকে আজ বৃহস্পতিবার সকালে মানসিক ভারসাম্যহীন যুবক আলআমিন শিকদার (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলআমিন শিকদার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের চরকমলাপুর গ্রামের নুরু মোহাম্মদ শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলআমিন নামের মানসিক ভারসাম্যহীন ওই যুবকটি গত ৪দিন আগে বাড়ি থেকে নিঁখোজ হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি সনাক্ত করা হয়।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ