ফ্যাশন মানেই নতুন কিছু। কেননা, ফ্যাশন প্রবণতা প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর সেজন্যই ডিজাইনাররা সব সময় চান নতুন কিছুর উদ্ভব ঘটাতে।
ফ্যাশন দুনিয়ার সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘আলাদিন প্যান্ট’ বা ‘বেলুন প্যান্ট’।
এই পোশাকটি নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ ধরনের এই প্যান্ট দেখে কেউ বলেছেন, ‘বেলুন প্যান্ট’। আবার কেউ এই প্যান্টকে বলছেন, ‘আলাদিন প্যান্ট’।
ডিজনির ছবিতে আলাদিনকে যে প্যান্ট পরতে দেখা যেত, তার সঙ্গে এই পোশাকের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। স্ফীত আকারের প্যান্টগুলো কোমর থেকে নিচের অংশে বেলুনের মতো মনে হয়।
বিডি প্রতিদিন/কালাম