অনলাইন ডেস্ক : সহকর্মীকে হ্যান্ডসাম বলায় চাকরি হারালেন কুয়েতের সরকারী চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা। ঘটনাটির দৃশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহে অনুষ্ঠিত কুয়েতের পৌর নির্বাচনের সংবাদ জানাতে সরাসরি লাইভে যান চ্যানেলের উপস্থাপিকা। এ সময় এক পুরুষ সাংবাদিক সহকর্মীর সঙ্গে লাইভে কথা বলেন তিনি। এতে দেখা যায় সেই পুরুষকর্মীর তার মাথার টুপি ঠিক করার চেষ্টা করছেন। আর তা দেখে সেই উপস্থাপিকা বলেন, তার মাথার টুপি ঠিক না করলেও চলবে, তিনি-ই তো ‘ইতোমধ্যেই অনেক হ্যান্ডসাম’।
কুয়েতের তথ্য মন্ত্রণালয় থেকে পরিচালিত চ্যানেলটির এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ উপস্থাপিকার এই আচরণে দেশটির অনেক মন্ত্রী ক্ষুব্ধ হয়েছে।
কুয়েতে তথ্যমন্ত্রী মোহাম্মদ আল হায়েফ টুইটারে ওই উপস্থাপিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
মন্ত্রী এ ঘোষণার পর ওই সংবাদ উপস্থাপিকাকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তের ফলে দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এর বিরোধীতা করে বলেছেন রাজনৈতিক সংবাদ নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া উচিত এবং ব্যক্তিগত ঠাট্টা পরিহার করা উচিত।