বিশ্বকাপে খেলতে গিয়ে নাচ-গান! পাক প্রমিলাবাহিনীকে তোপ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন:  বিশ্বকাপ আর পাকিস্তান মানেই যেন বিতর্ক আঠার মতো সেঁটে থাকা। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা রেস্তোরাঁয় গিয়েছিলেন। ভারতের কাছে হেরে যাওয়ার পর রোষের মুখে পড়েন সংশ্লিষ্ট ক্রিকেটাররা। এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কে জড়িয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট দলের চার ক্রিকেটার। বিশ্বকাপ খেলতে গেছেন না ডান্স কম্পিটিশনে নাম দিয়েছেন- উঠে এল প্রশ্ন।

The @TheRealPCB team are absolute rockstars pic.twitter.com/F4EODVhcfI

— ICC (@ICC) February 19, 2020

আইসিসি-একটি ভিডিয়ো পোস্ট করেছে। যে ভিডিয়োটি ঘিরেই বিতর্কের জন্ম নিয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের চার ক্রিকেটার হয়ে গিয়েছেন রকস্টার। মিউজিকের তালে তালে র‌্যাপ স্টাইলে নেটে চলেছেন তাঁরা। আইসিসি ভিডিয়োটি পোস্ট করার সময় লিখেছে, আসলে পাকিস্তান মহিলা ক্রিকেট দল প্রকৃত অর্থেই রকস্টার

 

Larkyon ko ye Kam zeb nai dety upar se asi Harkten Ye dance party   official shame on You Girl’s

— Haris Rauf Lover’s (@Harisrauf150) February 19, 2020

 

But all this beautiful steps, gestures, music etcetera… are HARAM in Islam.

— Arvind Chauhan  (@arvindrahulg) February 19, 2020

 

Hopefully they will show their cricketing talent this time instead of just enjoying the world cup.

— Arbaz Zahid (@iamArbazZahid) February 19, 2020

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের এই ভিডিয়ো যেমন প্রশংসা কুড়িয়ে নিয়েছে ঠিক তেমনই নেটিজেনদের রোষের মুখেও পড়েছে। কেউ কেউ তো প্রশ্ন তুলে দিয়েছেন, এটা ডান্স পার্টি নাকি আইসিসি-র টুর্নামেন্ট। আবার কেউবা বলেছেন, নাচ-গান না করে ক্রিকেট খেলায় মন দেওয়া উচিত্।

আরও পড়ুন – রস টেলরই প্রথম ক্রিকেটার, যিনি এই কীর্তি গড়লেন