ঘন কুয়াশায় ১২ ঘণ্টা আটকা বিমানের ২৭৩ জন যাত্রী

ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়তে পারেনি আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রীকে।

সোমবার রাত ১০টা ৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের শিডিউল ছিল বিজি ১২৭ ফ্লাইটটি। সে অনুযায়ী যথাসময়ে যাত্রীদের ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন