যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভারত সফরে যেদিন দিল্লি পৌঁছেছেন – সেদিনই রাজধানীতে নাগরিকত্ব আইন বিরোধী তীব্র বিক্ষোভে অন্তত তিন জন নিহত হয়েছে।
নিহতদের একজন পুলিশ কর্মী। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২৫ জন। একজন ডেপুটি পুলিশ কমিশনার সহ নিরাপত্তারক্ষীরাও অনেকে আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিবিসি-র সংবাদদাতারা জানাচ্ছেন, উত্তরপূর্ব দিল্লির ১০টি এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।
বেশ কিছু ঘরবাড়ি আর বাস, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে রাস্তায় রাস্তায় ছড়িয়ে রয়েছে ইটের টুকরো।
অভিযোগ উঠেছে বিজেপির এক নেতা কপিল মিশ্রই তার সমর্থকদের নিয়ে বিক্ষোভস্থলগুলিতে মিছিল করতে থাকেন.. তা থেকেই উত্তেজনা ছড়ায় আর দুই তরফেই ব্যাপক ইট-পাথর ছোঁড়া শুরু হয়।
পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় রবিবার থেকে নতুন করে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ শুরু হওয়ায় কাল থেকেই সেখানে বিক্ষোভকারী আর বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল।
গতকালও দুই তরফের মধ্যে একপ্রস্থ খন্ডযুদ্ধ হয় – পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছিল।
ট্রাম্পের ভারত সফর
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভারত সফরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গুজরাতের আহমেদাবাদে এক লক্ষ লোকের এক সমাবেশে যোগ দেন।
সেখানে তিনি বলেন – ভারত এবং যুক্তরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে।।
এর পরই মি. ট্রাম্প ও তার পরিবার আগ্রায় যান। সেখানে তাজমহল পরিদর্শন করার পর রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হন।