হাতিরঝিলে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে ছুরিকাঘাতে শিপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।  এসময় মানিক (১৬) নামে অপর কিশোর আহত হয়। 

রবিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিপন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে ছুরিকাঘাতে শিপন ও মানিক নামে দুই কিশোর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১২টার দিকে শিপন মারা যায়। আর এ ঘটনায় মানিক নামের অপর কিশোরের অবস্থা গুরুতর নয়।

গণমাধ্যমকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিপন নামে এক কিশোর মারা গেছে। আরেকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন