এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে ছবি পোস্ট করল ICC

নিজস্ব প্রতিবেদন:  ভারত সফরে এসে নবনির্মিত সর্দার বল্লভ ভাই স্টেডিয়ামের উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর। আমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। নবনির্মিত মোতেরার এরিয়াল ভিউ ছবি পোস্ট করেছে বিসিসিআই। বিসিসিআই-এর পর এবার আইসিসি-ও ইনস্টাগ্রামে পোস্ট করল  বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ছবি।

The Sun is out! #MoteraStadium
Ahmedabad, India pic.twitter.com/JYAC886Bd4

— BCCI (@BCCI) February 19, 2020

মঙ্গলবারই মোতেরার বার্ডস আই ভিউ ছবি পোস্ট করে বিসিসিআই লিখেছে, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।

#MoteraStadium
Ahmedabad, India
Seating capacity of more than 1,10,000
World’s largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5

— BCCI (@BCCI) February 18, 2020

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০,০০০। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু নবনির্মিত মোতেরার এই স্টেডিয়াম এবার মেলবোর্নের থেকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা ছিনিয়ে নিতে চলেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ও ইনস্টাগ্রামে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের আলো ঝলমলে ছবি পোস্ট করেছে।

 

 

The latest picture of the almost-ready Motera Cricket Stadium, which is expected to boast a seating capacity of 110,000! Who fancies attending a cricket game here?

A post shared by ICC (@icc) on Feb 15, 2020 at 11:00pm PST

ICC সেই ছবি পোস্ট করে লিখেছে, “প্রায় তৈরি মোতেরা স্টেডিয়ামের লেটেস্ট ছবি। যেখানে প্রায় ১১০,০০০ লোকের বসার ব্যবস্থা রয়েছে। এখানে এবার ক্রিকেট ম্যাচ দেখবে কারা?”

আরও পড়ুন – UEFA Champions League 2019-20: গোল করেও দলকে জেতাতে পারলেন না নেইমার, হার লিভারপুলের