রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (স্বাস্থ্য বীমা বিভাগ) এর আয়োজনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, মেরিন সায়ন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চিফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মাহাম্মদ আবু তৈয়ব, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল হাই এবং জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম আবদুল করিম উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, পৃথিবীতে অট্টালিকা ধন-দৌলত থাকার চেয়ে একটি সুন্দর নিরোগ শরীর অনেক মূল্যবান। শরীর সুস্থ্য থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তাই শরীর ভালা রাখতে হলে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং রোগ হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া।