নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সাইফ হাসান। শুরুটা দারুণ ছিল দুজনের। প্রথম তিন ওভারেই আসে ১৮ রান। তবে মাত্র ৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন ভিক্টর নিয়াউচি। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৮ রান করেন সাইফ। এরপর তামিম ও নাজমুল হোসেন শান্ত প্রথম সেশন কাটিয়ে দেন।

দ্বিতীয় সেশনে সাবধানী শুরু করেন তামিম-শান্ত। দুজনের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় বাংলাদেশ। কিন্তু তামিমকে ৪১ রানে ফিরিয়ে ৭৮ রানের জুটি ভাঙেন ডোনাল্ড তিরিপানো। তার জায়গায় নামেন মুমিনুল হক। অপরপ্রান্তে ১০৮ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। 

এর আগে প্রথম দিনের ৬ উইকেটে ২২৮ রান নিয়ে সকালে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এক ঘণ্টায় স্কোরবোর্ডে ৩৭ রান তুলতেই বাকি থাকা চার উইকেট হারায় তারা। 

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন ক্রেইগ আরভিন। টাইগারদের হয়ে চারটি করে উইকেট ভাগাভাগি করে নেন আবু জায়েদ রাহী ও নাঈম হাসান।