শনিবার ইজমির শহরে সাংবাদিকদের প্রেসিডেন্ট এরদোগান বলেন, আগামী ৫ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে এ বৈঠকের নির্ধারিত স্থান সম্পর্কে কিছুই বলেননি তিনি।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে ওই অঞ্চলে মোতায়েন তুর্কি সেনাদের জীবন হুমকির মুখে পড়েছে। এছাড়া সেখানে সর্বশেষ বিরোধী-অধিবেশন ছিটমহলের বিরুদ্ধে মস্কো-সমর্থিত সরকারি বাহিনীর একটি সামরিক চাপে প্রায় দশ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
শনিবার এরদোগানের এই মন্তব্যের আগে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বোমা হামলায় এক সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে মস্কো ও আঙ্কারার মধ্যকার আলোচনার অচলাবস্থার মধ্যে সেখানে এ নিয়ে ১৬ তুর্কি সেনা নিহত হয়েছে।
সূত্র- আল জাজিরা