ফাইল ছবি

নিহতরা হ‌লেন- কালিয়াকৈরের বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী।

সালনা হাইও‌য়ে থানার ওসি মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ঢাকাগামী আজ‌মেরী প‌রিবহ‌নের এক‌টি বাস মৌচাকে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে নিহত হন।

ওসি আরো জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হ‌চ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।