নিজস্ব প্রতিবেদন : মাঝে মধ্যেই নিজের পরিবারিক নানান মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কম যান না শ্রাবন্তীর স্বামী রোশন সিংও। তিনিও স্ত্রীর সঙ্গে নানান ছবি পোস্ট করে থাকেন।
সম্প্রতি, শ্রাবন্তীর সঙ্গে পাটায়া ভ্রমণের দুটি ছবি পোস্ট করেছেন রোশন সিং। যার ক্যাপশানে রোশন লিখেছেন, ‘Pattaya Mein hi pattaya’। যার অর্থ দাঁড়ায় পাটায়াতে গিয়েই শ্রাবন্তীকে পটিয়েছিলেন রোশান। তাহলে কি বিয়ের আগেই পাটায়াতে বেড়াতে গিয়েছিলেন দুজনে? আরও একটি ছবি পোস্ট করে তার ক্যাপশানে রোশন লিখেছেন, ‘Perfect click perfect time ‘।
আরও পড়ুন-‘রবিবার এভাবেই কাটে’, ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন সোহম
অন্যদিকে কম যান না শ্রাবন্তীও। তিনিও রোশনের সঙ্গে অমৃতসরের পুরনো একটি ছবি পোস্ট করেছেন।
Throwback #amritsar @singhroshan399
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে-র দিনও শ্রাবন্তী ও রোশন একে অপরের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে দুজন দুজনকে শুভচ্ছে জানিয়েছিলেন।
প্রসঙ্গত, খুব শীঘ্রই শ্রাবন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে কৌশক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এ দেখা যাবে। যেখানে প্রথমবার প্রসেনজিৎ-এর নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই মুহূর্তে উত্তরবঙ্গে সেই ছবির শ্যুটিং করছেন অভিনেত্রী।
আরও পড়ুন-মিথিলার মন পেতে, বোটক্স আর প্লাস্টিক সার্জারি করাতে চাইছেন সৃজিত!