ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আহত মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান (৩০) মারা গেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী টাঙ্গাইলের মধুপুর উপজেলার মো. শাহ নেওয়াজের ছেলে। তিনি ভাটারা থানাধীন কুড়িল ইসলামী ফিকাহ একাডেমির শিক্ষক ছিলেন।

পথচারী আবির ইসলাম জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এজেডএস/আরআইএস/