অবৈধ মাছ শিকারের দায়ে শ্রীলঙ্কার ২৪ জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধ মাছ শিকারের দায়ে শ্রীলঙ্কার ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন ও বৈদেশিক নাগরিক আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, নৌবাহিনীর সদস্যরা ২৪ জন শ্রীলঙ্কান জেলেকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন