কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক, এটিএন বাংলা, এটিএন নিউজ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি ও আঞ্চলিক দৈনিক দক্ষিনাঞ্চল’র কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপনের পিতা আবু তাহের মিয়ার ২৬ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে পৌর শহরের কলেজ রোডস্থ তার নিজ বাস ভবনে দেয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া মাদ্রাসার এতিম শিশুদের ইফতার ও নৈশ ভোজের ব্যবস্থা করা হয়। এসময় কলাপাড়া রিডোর্টর্স ইউনিটির সকল সদস্য ও বিভিন্ন গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক জাহিদ রিপনের পিতা মরহুম আবু তাহের মিয়া অগ্রনী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯১ সালের ১৮ মে ব্যাংকে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের পক্ষ থেকে শুভাকাংখীদের কাছে রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।