অনলাইন ডেস্ক: কর্ণাটকে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে আজ শনিবারই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার এই আদেশ দিয়েছে। ফলে বিধানসভার ১০৪ আসনে জেতা বিজেপি, নাকি ১১৬ আসনে জেতা কংগ্রেস-জেডিএস জোট সরকার গড়বে তা নিয়ে অনিশ্চয়তা আজই কেটে যাবে। তবে নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেছেন, বিধানসভার বিশেষ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন তিনি। খবর এনডিটিভি’র।

বৃহস্পতিবার কর্ণাটকের সংখ্যালঘু সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা। কর্ণাটকের গভর্নর তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস ও জেডিএস এর আবেদনের প্রেক্ষিতে আদালত ১৫ দিনের পূর্ববর্তী সময় নাকচ করে দিয়ে আজ শনিবার ৪টা পর্যন্ত সময় দিয়েছে। ইয়েদুরাপ্পা এক্ষেত্রে গোপন ব্যালট ব্যবহারের আবেদন করেছিলেন। আদালত সেটাও নাকচ করে দিয়েছে।

কর্ণাটকে সরকার গঠনে বিজেপির প্রয়োজনীয় ১১২ আসন থেকে আটটি আসন কম। অন্যদিকে কংগ্রেস-জনতা দলে (সেক্যুলার) এর বিধায়ক সংখ্যা ১১৬। এরপরও বুধবার রাতে কর্ণাটকের গভর্নর তাদের বাদ দিয়ে বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কংগ্রেস সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। সারারাত আবেদনের ওপর আদালতে শুনানি চলে। কিন্তু ইয়েদুরাপ্পাকে শপথ গ্রহণ থেকে বিরত রাখা যায়নি। শুনানিতে আদালত বিজেপির সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তাদের আইনজীবী জানান, কংগ্রেস ও জেডিএস এমএলএরা সমর্থন দেবেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি।

ইতিমধ্যে কংগ্রেস ও জেডিএস বিজেপির বিরুদ্ধে তাদের এমএলএদের হুমকি-ধামকি ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে। দল দুটি তাদের বিধায়কদের ব্যাঙ্গালুরু থেকে রাতের আধারে সরিয়ে নিয়ে গেছে। তিনটি বাসে করে এমএলএদের হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাঁচ তারকা হোটেলে রাখা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর আবার তাঁদের বেঙ্গালুরু ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চ শুক্রবার বলেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কাজ তদারক করবেন স্পিকার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট গভর্নর বাজুভাই বালার সিদ্ধান্তকেও কটাক্ষ করেছে। কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ‘ঐতিহাসিক’ বলে জানিয়েছেন।