চট্টগ্রাম: নগরের পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘরের সামনে শেখ রাসেল পার্কে বসন্ত উৎসবের আয়োজন করছে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে বাঙালির চিরায়ত এ উৎসব শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আয়োজনে থাকছে আবৃত্তি, সংগীত, নৃত্য, কথামালা, ঢোলবাদন, যন্ত্রসংগীত।
বিকেল ৩টায় উৎসব অঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য সাজে বসন্তবরণ শোভাযাত্রা। এ ছাড়াও থাকবে রকমারি পিঠাপুলির আয়োজন। নান্দনিক এ আয়োজনে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলো এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।
প্রাণের এ উৎসবে নগরবাসীর উপস্থিতি কামনা করেছেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এসএম আবদুল আজিজ।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এআর/টিসি