নিহত ইশা উপজেলার কৃষ্ণচর গ্রামের মাওলানা শরিফুল আলমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও মেয়ে উৎরাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সুমেশ্বরী নদী থেকে বালুবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল আলম ও ইশা সড়কের ওপর পড়ে যান। এ সময় ট্রাকটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি(তদন্ত) মীর মাহাব্বুর রহমান জানান, ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা শ্রাবন্তী নামে এক শিশু নিহত হয়। ওই ঘটনায় নিহতের মাসহ চারজন আহত হন।