পারি পারি সবই পারি
কাঁপাই এখন বিশ্ব।
বাঘের থাবায় বিশ্ব মোড়ল
একেবারেই নিঃস্ব!
দেশ উড়ছে লাল সবুজে
নামলো আকাশ মাটিতে
সোনার হরিণ ধরা দিল
শেখ মুজিবের ঘাঁটিতে।
নতুন করে লড়াই করে
আনলো নতুন দিন।
অভিনন্দন অভিনন্দন
আন্ডার নাইনটিন!
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এএ