এক ছাত্রী কলেজে গেলেন পড়াশোনা করতে কিন্তু ফিরলেন মা হয়ে! কি অবাক হচ্ছেন! এমনটাই ঘটেছে ভারতীর সঙ্গে। ভাবছেন কীভাবে? চলুন জেনে নেয়া যাক এর পেছনের কারণটি-

আদ্রা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ভারতী কুমারী। সে ২৫ কিলোমিটার পথ পেরিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন কলেজে। তবে এই ২৫ কিলোমিটারে চড়াই উতরাই পথ পেরিয়ে কলেজে পৌঁছানো পর্যন্ত সুস্থই ছিলেন গর্ভবতী ভারতী। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রসব বেদনা।

অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল পৌঁছানোর আগে কলেজের ঘরেই পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপর মা  শিশু দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনেই সুস্থ। কলেজ থেকে ভারতীর পরিবার, নতুন অতিথিকে পেয়ে বেশ খুশি ছিলেন।