গাজীপুরের শ্রীপুরে তিনতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে যুবকের ঝলসানো গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়) এলাকার ওই ফ্লাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আমিনুল রহমান খান জানান, ফ্ল্যাটটির শয়ন কক্ষে তোষকে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন