হত্যার ভয় দেখিয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

হত্যার ভয় দেখিয়ে হেফজতে অধ্যয়নরত ছাত্রকে বলাৎকার করার অভিযোগে নাঈম হাসান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ওই শিক্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগে শহরের ১নং রেল গেইট এলাকা হাবিব টাওয়ারে ৮ম তলায় রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রসায় এ ঘটনা ঘটে। 

বলাৎকারের স্বীকার ছাত্রের মা জানান, দীর্ঘদিন যাবৎ আমার ছেলেকে মাদ্রসার শিক্ষক নাঈম হাসান হত্যার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। দুপুরে বাসায় এসে কান্না করছিল আর বলছিল মাদরাসায় যাবে না। কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয় খুলে বলে। পরে থানায় এসে অভিযোগ দায়ের করি। পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

বিডি প্রতিদিন/হিমেল