জানা গেছে, আগামী ২৯ ফেব্রুয়ারি এ দু’জনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এদিন সৃজিতের কলকাতার বাসভবন রাজকুটিরে এই আয়োজন অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সৃজিত। এরই মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যম মিথিলা-সৃজিতের বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্রের ছবিও প্রকাশ করেছে।
কার্ডটিতে লেখার শুরুটা হয়েছে এভাবে, ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।
আরো লিখেছেন, পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধু-বান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। খাঁটি বাঙালি শব্দ- বৌভাত।
সবশেষে লিখেছেন, আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- মুখার্জি কমিশন।