দর্পণ ডেস্ক : দীর্ঘ ৫ বছর পর আবার একসঙ্গে টিভি পর্দায় আসছেন জনপ্রিয় মডেল-অভিনেতা মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌ। আসছে বৈশাখের ‘অনুভবে অন্তরে’ শিরোনামের একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। রোববার তারা নাটকটির দৃশ্যধারণে অংশ নেন।
নির্মাতা জানান পারিবারিক একটি গল্পে নাটকটি নির্মাণ হচ্ছে । দুজনকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা বলেন, দারুণ জনপ্রিয় দুজন মানুষকে নিয়ে আমি নাটকটি নির্মাণ করছি। ৯০ দশক থেকে এখনো ব্যাপক জনপ্রিয় তারা দুজন। দর্শক এ নাটকে শিমুল ও মৌর রসায়ন খুব উপভোগ করবেন বলে আশা করছি।
গতানুগতিক গল্পের বাইরে তাদের দুজনকে নিয়ে নতুন কিছু নির্মাণের চেষ্টা করেছি এ নাটকের মধ্য দিয়ে। এদিকে ভালোবাসা দিবসে শিমুলকে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ‘প্রতিদিন’ শিরোনামের একটি নাটকে। এছাড়া বিজ্ঞাপন ও নাচের বাইরে ক্যারিয়ারের শুরু থেকে বিশেষ দিবসের নাটকেই শুধু অভিনয় করছেন মৌ।