বগুড়ার শাজাহানপুরে ধর্ষণের পর স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার দুপুরে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ান ডাংগা গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
আলম মন্ডল মামলায় উল্লেখ করেন, বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ান ডাংগা গ্রামের তোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলামের সাথে তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই বগুড়া শহরের বিভিন্ন স্থানে তারা বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তাদের মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। এনিয়ে প্রায়ই তার মেয়েকে মারধর করতো। এঘটনায় ২০১৮ সালে তার মেয়ে আদালতে নারী নির্যাতনের মামলা (মামলা নং-৯০) দায়ের করেন। বর্তমানে তার মেয়ে কলোনী চকলোকমান এলাকায় ভাড়া বাসায় ৭ বছর বয়সি মেয়েকে নিয়ে বসবাস করে আসছে। এমতাবস্থায় শনিবার দুপুরে মেয়ের স্বামী রফিকুল ইসলাম ও তার এক বন্ধুকে নিয়ে প্রাচীর টপকে বাসার ভিতরে ঢুকে প্রথমে হাত ও মুখ বেধে মারপিট করে। এরপর বন্ধুকে দিয়ে ধর্ষণ করায়। এক পর্যায়ে মাথার এক পাশে ন্যাড়া করে দিয়ে শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা চেষ্টা করে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন