শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুলের বাবা আবুল কালাম জানান, দুই ছেলের মধ্যে কামরুল ছিল বড়। কামরুল পড়ালেখা করত না। ছাদে শখ করে কবুতর পুষত। বিকেলে তার একটি কবুতর পাশের আরেকটি ভবনের ছাদে চলে গেলে সে ছাদ থেকে লাফিয়ে পাশের ভবনের ছাদে যাওয়ার চেষ্টা করে। তখন দুই ভবনের মাঝখান দিয়ে নিচে পড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চানপুর গ্রামের কালাম হোসেনের ছেলে কামরুল। পরিবারের সঙ্গে দনিয়া রসুলপুর ২৯০ নম্বর বাসায় ভাড়া থাকতো।