বইমেলায় পাওয়া যাচ্ছে সানোয়ার রাসেলের ‘অন্ধ মুসাফির’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সানোয়ার রাসেলের কাব্যগ্রন্থ ‘অন্ধ মুসাফির’। গ্রন্থটি  প্রকাশ করেছে প্রিন্ট পোয়েট্রি।

অন্ধ মুসাফির কাব্যটি জনান্তিকের স্টলে (স্টল নম্বর ৬০৫-৬০৬) এবং দাঁড়িকমা’র ৬৯৮ নং স্টলেও বইটি পাওয়া যাবে। এ ছাড়া রকমারিতেও বইটি পাওয়া যাচ্ছে। 

সানোয়ার রাসেলের প্রকাশিত কাব্যগ্রন্থ গুলো হলো- তবুও বসন্ত, নিমগ্ন পঙতিমালা, ভাঁটফুল ও ভালোবাসার কাব্য এবং গল্পগন্থের মধ্যে রয়েছে ‘প্রতি প্রহরের গল্প ও প্রায় সব চরিত্র কাল্পনিক।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন