বোয়ালমারীতে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন

রঙ-বর্ণ আর সুবাস ছড়িয়ে প্রকৃতিকে বর্ণিল রঙে সাজিয়ে তুলতে আবারও এসেছে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। আর তাই তো বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতেও বরণ করা হয় বসন্ত ও ভালোবাসা দিবসকে।

শিমুল পলাশের আভায় বসন্তের আমেজে মেতেছেন নানা বয়সের নানা শ্রেণির মানুষ। ফাল্গুনের প্রথম প্রহরকে বরণ করতে সকাল থেকেই ফুলের দোকান থেকে শুরু করে রূপসজ্জা পার্লার ও  কসমেটিকের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরী ও বয়োবৃদ্ধ নারী-পুুরুষের ভীড় লক্ষ্য করা গেছে। বিকালের দিকে বোয়ালমারী রেল স্টেশন ও গাওগেরাম ভিলেজ পার্কে প্রকৃতি প্রেমি মানুষের পাশাপাশি নানা বয়সের মানুষকে ঘোরাঘুরি করতে দেখা যায়। দেখা যায় বিদেশি কয়েকজন নাগরিককেও।

বিডি প্রতিদিন/এনায়েত করিম