অনলাইন ডেস্ক : তানভীর রিজভী : বেশ কয়েক মাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটির স্পোর্টস ডাক্তার ল্যারি নেসসার ছাত্রীদেরকে যৌন হয়রানির দায়ে কারাভোগ করছেন। বুধবার মিশিগান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তারা নেসসার কর্তৃক নির্যাতিত সকল ছাত্রীকে সর্বোমোট ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেবে।

এক বিবৃতিতে ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ব্রায়ান ব্রেসলিন জানান, ভুক্তভোগি এবং তাদের পরিবার যে কঠিন সময় পার করেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের ভুল উপলব্ধি করতে পেরেছি এবং আমরা জানাতে চাই, যৌন নিপীড়নের মত জঘন্য কাজে আমরা সমর্থন করি না, আমরা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনবো।

ইউনিভার্সিটির স্পোর্টস ডাক্তার ল্যারি নেসসার ১৯৯০ সাল থেকে তার দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি অগণিত শিক্ষার্থীকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন। তবে নেসলার যে শুধু ইউনিভার্সিটির দায়িত্ব পালন করেছেন তা নয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলেরও ডাক্তার ছিলেন। তার এই নির্যাতনের শিকার থেকে বাদ যাননি জর্ডিন উইবার, এলি রাইসমান, গ্যাবি ডগলাস ম্যাককাইলা ম্যারোনের মত অলিম্পিক গোল্ড মেডেলিস্টরাও। যুক্তরাষ্ট্রের আদালত নেসসারকে তার অপরাধের জন্য শাস্তি দিয়েছে। এখন যারা হয়রানির শিকার তাদের ক্ষতিপূরণ দেবে।

তবে ব্রেসলিনের দেওয়া ওই বিবৃতিতে কাকে কত টাকা ক্ষতিপূরণ দেয়া হবে তা উল্লেখ করা হয়নি। কর্তৃপক্ষ উকিলের সাথে চুক্তি করেছে তারা ৩৩২ জন ভুক্তভোগিকে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে। বাকি ৭৫ মিলিয়ন রাখা হবে যদি ভবিষ্যতে কেও অভিযোগ করে তাদের জন্য। সূত্র : এপি