চট্টগ্রাম: চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারীর ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত।
তিনি বাংলানিউজকে বলেন, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী হানিফ পরিবহন এবং চট্টগ্রামমুখী স্বাধীন পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। পরে তাদের দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গাড়ি দুটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়:২৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএম/টিসি