স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সরকার। যেহেতু বেগম জিয়া একটি দলের প্রধান এবং তিনি এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাই সংবিধানের আলোকে তার মুক্তির জন্য সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।
শনিবার দুপুরে ভালুকায় ১২ টি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের সামনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
পরে বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে ‘আমার গ্রাম, আমার শহর’ শীর্ষক আলোচনা সভা স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘গ্রাম থেকে শহর পর্যন্ত নাগরিক জীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নতুন নতুন পন্থায় আন্তরিক ভাবে কাজ করার চেষ্টা করছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন