এই ভালোবাসা দিবসে, তারকা হোটেল ওয়েস্টিন ঢাকায় রয়েছে নানা আয়োজন। হোটেলটি সাজানো হয়েছে ভালোবাসা দিবসের থিমে। খাবারেও রয়েছে স্পেশাল সব মেনু।
সিজেনাল টেস্ট রেস্তোরায় রয়েছে বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন। সিজেনাল টেস্ট রেস্তোরাঁয় জনপ্রতি বুফে ব্রাঞ্চ ৪৭৫০ ও বুফে ডিনার ৬৪৯০ টাকা। নির্ধারিত কার্ড ও রবি গ্রাহকরা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার।
প্রিয়জনকে নিয়ে রোমান্টিক মুহূর্ত কাটাতে চাইলে প্রেগো- ইটালিয়ান পানারোমিক রেস্টুরেন্টে করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার। আর এখানে জনপ্রতি খরচ করতে হবে ৮৯৯০ টাকা।
এছাড়াও যারা খোলা আকাশের নিচে সময় কাটাতে চান, তাদের জন্য স্প্ল্যাশ পুলসাইড রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বারবিকিউ ডিনার, এখানে খরচ ২৯৯০ টাকা জনপ্রতি।
ভালোবাসা দিবসের রুম প্যাকেজেও থাকছে বিশেষ ছাড়।
+৮৮-০২-৯৮৯১৮৮।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআইএস