আগামী রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ওইদিন দিল্লির রামলীলা ময়দানে সকাল ১০টায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেজরি। শপথ নেবেন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরাও।
দলের সিনিয়র নেতা গোপাল রাই শুক্রবার একথা জানিয়েছেন। তিনি বলেন ‘এদিন সকালে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। দিল্লির সাতজন বিজেপি সাংসদ এবং সদ্য বিজয়ী নতুন আট বিজেপি বিধায়ককেও এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।’
দিল্লি বিধানসভার নির্বাচনের আগেই আপ’এর প্রার্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। আপ নেতা কেজরির সাথে দলের প্রধান মমতা ব্যনার্জিরও সম্পর্ক ভালো। কিন্তু তারপরও দলের নেত্রী আমন্ত্রণ না পাওয়ায় কিছুটা হতাশ দলের হাইকমান্ড। ফলে আপ’এর পক্ষ থেকে মোদিকে আমন্ত্রণ জানানো কি শুধুই রাজনৈতিক সৌজন্যতা, নাকি এর পিছনে কোন রাজনৈতিক সমীকরণ রয়েছে- তা নিয়ে জল্পনা তুঙ্গে।
বিডি-প্রতিদিন/শফিক