নিহত পাঁচ জনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন রীনা আকতার, আসমা আকতার ও শীলা আকতার। বাকি দুইজন তাদের আত্মীয়।
পাসিফিক জিন্স কোম্পানির ১৫ জন কর্মচারী ব্যক্তি উদ্যোগে এই পিকনিকের আয়োজন করা হয়।
অন্যদিকে কর্ণফুলী নদীতে নৌকাডুবিতেতিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো বিনয়, টুম্পা মজুমদার ও দেবলীলা। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।
রাঙ্গামাটির অ্যাডিশনাল এসপি ছুফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।